উড্ডয়নের সময় রানওয়েতে ফেটে গেল প্লেনের টায়ার, আহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৪ পিএম, ২৫শে জুন ২০২৩; আপডেট: ০৩:২০ পিএম, ২৫শে জুন ২০২৩

হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতেই ফেটে গেল যাত্রীবাহী প্লেনের টায়ার। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন যাত্রী।
শনিবার (২৩ জুন) দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ৮৮০ ফ্লাইটটি। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে টায়ার ফেটে যায়। তীব্র ঝাঁকুনিতে আহত হয় ১১ যাত্রী।
আরও পড়ুন: অ্যামাজন ভারতে বিনিয়োগ করছে আরও ১৫শ’ কোটি ডলার
সংস্থাটি জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি হংকং থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল। ওই ফ্লাইটে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিল।
আরও পড়ুন: মধ্যরাতে আমেরিকায় স্ট্রিট পার্টিতে গুলি, নিহত ২
এরপরে রানওয়েতেই কোনও রকমে দাঁড় করানো হয় প্লেনটি। ইমারজেন্সি এক্সিটের নিয়ম মেনে প্লেনের ৫টি দরজাই খুলে দেওয়া হয়। পরে এসকেপ স্লাইড দিয়ে সকল যাত্রীদের বিমান থেকে নামানো হয়। সূত্র: রয়টার্স
জেবি/এসবি