মোহাম্মদপুরে বহুতল ভবনের আগুনে ১ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১২ এএম, ২৮শে জুন ২০২৩


মোহাম্মদপুরে বহুতল ভবনের আগুনে ১ জনের মৃত্যু
ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৮


তিনি জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।


তিনি আরও জানান, ঘটনাস্থলে কাজ করা আমাদের টিমের কাছ থেকে ম্যাসেজ পেয়েছি, আগুনের এ ঘটনায় একজন পুরুষ (৬০) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার হয়েছে।


জেবি/ আরএইচ/