সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফিলিস্তিনের মন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১৪ পিএম, ২রা জুলাই ২০২৩


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফিলিস্তিনের মন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর। শনিবার (১ জুলাই) অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান।


রবিবার (২ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।


আল জাজিরা বলছে, এ ঘটনায় আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে। 


আরও পড়ুন: মুম্বাইয়ে বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ২৬


জানা যায়, আবু বকর ১৯৫৩ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। 


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্বাস আবু বকরের মৃত্যু শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আবু বকর একজন খাঁটি দেশ প্রেমিক ছিলেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সর্বদা কাজ করেছেন।”


জেবি/এসবি