হিরো আলমের ওপর হামলা: ২ আসামি রিমান্ডে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৬ পিএম, ১৮ই জুলাই ২০২৩


হিরো আলমের ওপর হামলা: ২ আসামি রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ৭ আসামির মধ্যে ২ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


মঙ্গলবার (১৮ জুলাই) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। 


এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নূর উদ্দিন। অন্য পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।


শুনানি শেষে ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত। 


মামলার অপর পাঁচ আসামি মাহমুদুল হাসান মেহেদী, মুজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের টুইট


আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি জানিয়েছেন।


এর আগে উপনির্বাচনের দিন সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।


জেবি/ আরএইচ/