মায়মিতে মেসির সঙ্গী হলেন আলবা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:০৯ এএম, ১৯শে জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এবার মেসির সঙ্গী হলেন বার্সার সাবেক খেলোয়াড় জর্দি আলবা।
স্প্যানিশ দৈনিক পত্রিকা মার্কা এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৮ জুলাই) আলবার সঙ্গে মায়ামির চুক্তি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।
আরও পড়ুন: একসঙ্গে দেশ ছাড়লেন তারা
একই দিন মায়ামির মালিক হোর্হে মাস জানান, জর্দি আলবা আজ চুক্তিতে সই করবেন। মেসির অভিষেক শুক্রবার।
আলবা আগের মৌসুমে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যুক্ত হচ্ছেন তিনি। তবে কতদিনের চুক্তি, তা আনুষ্ঠানিক ঘোষণার পর জানা যাবে।
আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ২৭ গোল দিল বায়ার্ন!
এর আগে মায়ামির জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে মেসি ও বুশকেটসকে।
জেবি/এসবি