কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৯ পিএম, ২০শে জুলাই ২০২৩


কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটিতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির পাঁচ  রাজনীতিক ও এক পাইলট নিহত হয়েছেন।


বুধবার (১৯ জুলাই) কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। নিহত  দেশটির পাঁচ রাজনীতিক ডানপন্থী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য।


নিহত ব্যক্তিরা হলেন—সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, গভর্নর পদপ্রত্যাশী এলিওডোরো আলভারেজ ও ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজ।


আরও পড়ুন: পাকিস্তানে দেয়াল ধসে ১৩ শ্রমিকের মৃত্যু


কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, প্লেনটি দেশটির বোয়াকা বিভাগের সান লুইস ডি গ্যাসেনোর পৌর এলাকায় বিধ্বস্ত হয়।


আরও পড়ুন: পিংকি রায়ের মৃতদেহ নিয়ে শিলচরে প্রতিবাদ


কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  জানায়,  প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


জেবি/এসবি