গুজরাটে ভয়াবহ সড়ক দুঘর্টনায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ২০শে জুলাই ২০২৩
ভারতের গুজরাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মৃত কমপক্ষে ৯ জন। আহত ৩ জন। আশংকাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের অবস্থা গুরুতর হাওয়ায় মৃর্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, বুধবার (১৯ জুলাই) গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদ শহরের সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ইসকন উড়াল পুলে।
আরও পড়ুন: কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৬
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সোলা অসামরিক হাসপাতালের মেডিক্যাল অফিসার কৃপা প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
আরএক্স/