মহারাষ্ট্রে ভূমিধসে ৪ জন নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৫৬ পিএম, ২০শে জুলাই ২০২৩


মহারাষ্ট্রে ভূমিধসে ৪ জন নিহত
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছে ৪ জন। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। কমপক্ষে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলেও আশংকা করা হচ্ছে। 


বুধবার (১৯ জুলাই ) রাত ১১ টায় রায়গড় জেলার খালাপুর তালুকের ইরশালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।


আরও পড়ুন: হাইতিতে বন্যা-ভূমিধসে ৪২ জনের মৃত্যু


বৃহস্পতিবার (২০ জুলাই ) ভোররাতে রায়গড় পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসনের শতাধিক কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। 


বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী একনাথ শিন্ড ঘটনাস্থলে পৌঁছে। সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।


জেবি/ আরএইচ/