অগ্রণী ব্যাংকে ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৫ পিএম, ২৩শে জুলাই ২০২৩


অগ্রণী ব্যাংকে ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
অগ্রণী ব্যাংকে ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

 অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ক্রেডিট অপারেশন ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।


রবিবার (২৩ জুলাই) সকালে এবিটিআই-এ অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে ঋণ আদায় বিষয়ক সভা


এসময় তিনি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ নতুন নতুন উদ্যোক্তা তৈরি, ঋণ বিতরণ এবং ঋণ আদায়ের উপর প্রশিক্ষণার্থীদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।


আরও পড়ুন: রপ্তানিকারকদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক


উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক। উপমহাব্যবস্থাপক ও এবিটিআই-এর পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন শাখার ৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


জেবি/এসবি