রাজধানীর ১১ এলাকাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৭ পিএম, ২৩শে জুলাই ২০২৩


রাজধানীর ১১ এলাকাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণা
ছবি অলংকরণ। জনবাণী

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হারে অবনতি হয়েছে। দেশের প্রায় সবগুলো জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে ঢাকার সবগুলো সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি ডেঙ্গু রোগী রয়েছে।


এ অবস্থায় ঢাকার দুই সিটির ১১ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।


এসব এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে রয়েছে ছয়টি এলাকা এবং উত্তর সিটি করপোরেশনে রয়েছে পাঁচটি এলাকা।


দক্ষিণ সিটির এলাকাগুলো হলো- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর ও সবুজবাগ। 


উত্তর সিটির এলাকাগুলো হলো- মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, তেজগাঁও ও বাড্ডা।


আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪২৪


ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতার মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগীদের ওপর ভিত্তি করে ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। 


সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল ২২ জুলাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪২ জন। এর মধ্যে রাজধানীতে ভর্তি রোগীর সংখ্যা ১২৩৯ জন।


জেবি/ আরএইচ/